ওমান থেকে এলো গুরুত্বপূর্ণ খবর

Important news from oman

শনিবার ওমানের মধ্যস্থতায় মাস্কাটে ছয় ঘণ্টা ধরে তৃতীয় দফা আলোচনা করেন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা। আগামী সপ্তাহে আবারও পারমাণবিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। তবে আলোচনার সাফল্য সম্পর্কে ‘চরম সতর্কতার’ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় টিভিকে আরাঘচি বলেন, ‘আলোচনা তাৎপর্যপূর্ণ হচ্ছে। তবে এখনও মূল বিষয় এবং বিশদ বিবরণ নিয়ে পার্থক্য রয়েছে।’ তিনি আরও বলেন, ‘উভয় পক্ষের মধ্যে আন্তরিকতা এবং সংকল্প আছে। তবে আলোচনার সাফল্য সম্পর্কে ইরানের আশাবাদ বেশ সতর্কপূর্ণ।’

এর আগে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠককেও গঠনমূলক বলে অভিহিত করেছিল উভয় পক্ষ। একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা আলোচনাকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে বলেন, উভয় পক্ষই ‘শিগগির’ ইউরোপে আবার বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, ‘এখনও অনেক কাজ বাকি। তবে চুক্তির দিকে আরও অগ্রগতি হয়েছে।’

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদী জানিয়েছিলেন, আলোচনাগুলো আগামী সপ্তাহে অব্যাহত থাকবে। ৩ মে আরেকটি ‘উচ্চ পর্যায়ের বৈঠক’ সাময়িকভাবে নির্ধারিত হয়েছে। আরাকচি জানান, বৈঠকের স্থান ওমান কর্তৃপক্ষ ঘোষণা করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post