ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে কর্মস্থল থেকে ফেরার পথে জাকির মিয়া নামে এক বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সালালায় এই ঘটনা ঘটে বলে অহিদ নামে তার এক সহকর্মী প্রবাস টাইমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার কিছু সময় আগে দিনের কাজ শেষ করে বাসায় ফিরছিলেন প্রবাসী জাকির। বাসার কাছাকাছি পৌঁছতেই স্ট্রোক করে মাটিতে পড়ে যান। উদ্ধার করে রুমমেটরা বাসায় নিয়ে যাওয়ার অল্প সময় পর আরও একবার স্ট্রোক করেন তিনি। শেষে অনেক চেষ্টা করেও জাকিরকে আর বাঁচানো যায়নি।

২০২০ সালের জানুয়ারিতে ওমানে যান জাকির মিয়া। তিনি সেখানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। জাকির ছাড়াও চলতি বছরে ওমানে শতাধিক প্রবাসী কর্মী দুর্ঘটনা, হৃদরোগসহ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন।

ওমান দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ মাসে ওমান থেকে লাশ হয়ে দেশে ফিরেছেন ১২০ জন প্রবাসী।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize