রাশিয়া গেলেন ওমান সুলতান, আগামীকাল পুতিনের সঙ্গে বৈঠক

রাশিয়া গেলেন ওমান সুলতান, আগামীকাল পুতিনের সঙ্গে বৈঠক

রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। তিনি সোমবার বিকেলে একটি দুই দিনের সফরে নিজ দেশ ত্যাগ করেন। এই সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার প্রচেষ্টা চলছে।

ওমানের এই কূটনৈতিক পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে। এই সফরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক ইস্যুতে ওমানের অবস্থানও স্পষ্ট করতে চাচ্ছেন সুলতান হাইথাম।

ক্রেমলিন সূত্র জানিয়েছে, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন সুলতান হাইথাম। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই সফর মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং কৌশলগত সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে পারে। পাশাপাশি, বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে ওমানের ভারসাম্যপূর্ণ কূটনীতির আরেকটি নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে এ উদ্যোগকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize