তৃতীয় দফায় ফের মাস্কাটে বসবে ইরান-যুক্তরাষ্ট্র

তৃতীয় দফায় ফের মাস্কাটে বসবে ইরান যুক্তরাষ্ট্র

পারমাণবিক চুক্তি ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় অগ্রগতি হয়েছে। শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক শেষে এ কথাই জানিয়েছে উভয়পক্ষ। এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে ওমানে তৃতীয় দফা বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি দ্বিতীয় দফার বৈঠকেও উভয়পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে পারমাণবিক চুক্তির অভিপ্রায়ে শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠক করে যুক্তরাষ্ট্র ও ইরান। সূত্র জানিয়েছে, রোমে অবস্থিত ওমান দূতাবাসে প্রায় চার ঘণ্টাব্যাপী ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। এতে ইরানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেন। উভয়ই দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা জানিয়েছে।

এর আগে প্রথম দফা বৈঠক হয়েছে ওমানে। আগামী ২৬ এপ্রিল পুনরায় একত্রিত হওয়ার আশা করছে দুই দেশ। রোমের আলোচনা গঠনমূলক হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগামী সপ্তাহে আবারও বৈঠকে হবে।

তিনি বলেন, আগামী শনিবার ওমানে তৃতীয় দফার আলোচনার আগে কারিগরি বিশেষজ্ঞরা বসে আলোচনার গতিবিধি ঠিক করবেন। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাও বলেছেন, শনিবার রোমে অনুষ্ঠিত বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহের জন্য পরবর্তী আলোচনা নিশ্চিত করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize