চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে পরকীয়াজনিত বিরোধের জেরে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির নিকটেই এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ওমান প্রবাসী শুক্কুর আলীর ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান নুরুল হক।
নিহত নুরুল হক একই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। ঘটনার পর পরই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) জিয়াউল হক ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শুক্কুর আলী ও নুরুল হকের মধ্যে পরকীয়াজনিত বিরোধ চলছিল। শনিবার রাতে এলাকার দুই ব্যক্তি—জাহাঙ্গীর ও জালাল কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর শুক্কুর আলী একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে নুরুল হকের শরীরে কোপ মারেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার চিৎকার শুনে ছুটে এলে নুরুল হককে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, তবে তার আগেই মৃত্যু ঘটে।
আরও পড়ুন
নিহতের পরিবার দাবি করেছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। স্ত্রী, ছেলে ও শ্বশুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের বোনরাও একই দাবি জানান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্কুর আলীর একাধিক বিবাহ রয়েছে এবং তিনি সন্দেহ করতেন যে, নুরুল হক তার প্রথম স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। এই সন্দেহ থেকেই সে হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক রয়েছেন। পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নিহতের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।