ভিসা নিয়ে নতুন তথ্য দিলেন ওমানের মন্ত্রী

Oman

গত বছরের শেষের দিকে জিসিসির একক ভিসা পুরোপুরি কার্যকর হওয়ার পরিকল্পনা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং এই ভিসা সুবিধা চালু হতে আরও বিলম্ব হবে বলে ইঙ্গিত দিয়েছেন ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রী সালেম আল মাহরুকি। শুরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, নিরাপত্তা এবং সরকারি সংস্থাগুলির মধ্যে আন্তঃসংযোগের জটিলতার কারণে এখনই ভিসা সুবিধা চালু করা যাচ্ছেনা।

এর আগে শেনজেন ভিসার আদলে ওমানসহ জিসিসির ৬ দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গালফ কো-অপারেশন কাউন্সিল। স্থানীয় নাগরিক, প্রবাসী এবং বিদেশি পর্যটকেরা এই ভিসা নেওয়ার পরে জিসিসিভুক্ত ৬ দেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস। ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার।

আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন, নতুন এই ভিসায় ছয়টি দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে। তবে ওমানে থাকা বাংলাদেশিরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিশ্চিত নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize