চাকরিতে নিয়োগ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। এসব বিজ্ঞপ্তির অধিকাংশতেই উচ্চ বেতনে কাজে নিয়োগের কথা বলা হয়ে থাকে।
ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ জালিয়াত চক্রের একাধিক প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে পেরেছে, লোভনীয় চাকরির প্রস্তাবের আড়ালে যার মূল লক্ষ্য ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া।
কর্মীদের সতর্ক করে ওমান পুলিশ বলেছে, এই ধরণের ভুয়া বিজ্ঞাপন পেলে অবশ্যই এড়িয়ে যেতে হবে। প্রতারকদের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করা যাবেনা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। অভিনব এই প্রতারণার সর্বোচ্চ সংখ্যক ভুক্তভোগী প্রবাসী তরুণরা। যাচাই বাছাই না করেই ফাঁদে পা দিয়ে ফেলছেন তারা।
এর আগেও বহুবার এসএমএস এবং অনলাইন বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ না হতে কর্মীদের পরামর্শ দিয়েছিলো ওমান পুলিশ। কিন্তু এরপরেও চাকরির খবর পেয়ে সত্যতা এবং উত্স যাচাই না করেই ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন অসচেতন প্রবাসী কর্মীরা।
আরও পড়ুন
অনেকে আর্থিক লেনদেন করেও ক্ষতির মধ্যে পড়েছেন। তাই এখন থেকে কোনও সন্দেহজনক বিজ্ঞপ্তি এবং প্রতারক চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।