ওমান ফেরত আহত কর্মীর পাশে দাঁড়ালো ব্র্যাক

ওমান ফেরত আহত কর্মীর পাশে দাঁড়ালো ব্র্যাক

ওমানে কাজ করতে গিয়ে ডান পায়ে আঘাত ও ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরেছেন মো. আবুল হাসান নামে এক প্রবাসী। শুক্রবার ভোরে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক সহায়তা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম।

আগেরদিন একটি ফোন কলের মাধ্যমে ব্র্যাক জানতে পারে, আবুল হাসান নামে ওই প্রবাসী কর্মী ওমান থেকে আহত অবস্থায় দেশে ফিরছেন এবং তার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন। পরে শুক্রবার ভোরে তিনি বিমানবন্দরে পৌঁছালে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাকে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে।

এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আবুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা প্রবাসী কর্মীদের জরুরি সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। এলক্ষ্যে নতুন করে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize