ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস, মাস্কাট, সালালাহতে বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রমের আওতায় পাসপোর্ট বিতরণ, নতুন পাসপোর্টের আবেদন গ্রহণ, সত্যায়ন, জন্মনিবন্ধন, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন, আইনি সহায়তা ও আউটপাসের আবেদন গ্রহণ করা হবে।
🔹 সেবার সময়সূচি ও স্থান:
📍 ভেন্যু: সালালাহ ইভেন্ট হল, সালালাহ
✅ ২৭-২৮ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার ও শুক্রবার)
⏰ সকাল ৮:৩০ – বিকাল ৬:০০
📌 পূর্বের ট্যুরের অবশিষ্ট পাসপোর্ট বিতরণ।
📌 নতুন পাসপোর্ট আবেদন গ্রহণ।
আরও পড়ুন
✅ ০১ মার্চ ২০২৫ (শনিবার)
⏰ সকাল ৮:৩০ – দুপুর ১২:০০
📌 সকল কনস্যুলার সেবা প্রদান:
✔️ সত্যায়ন
✔️ জন্মনিবন্ধন
✔️ ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন
✔️ আইনি সহায়তা প্রদান
✔️ আউটপাসের আবেদন গ্রহণ
📞 যোগাযোগ: +৯৬৮ ৯১৯৯৭৮৫২ (WhatsApp)
🔗 লোকেশন: সালালাহ ইভেন্ট হল
প্রবাসী বাংলাদেশিদের যথাসময়ে উপস্থিত থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।