প্রবাসীদের ধরতে ওমানে সাঁড়াশি অভিযান, মাস্কাটে একদিনে ১৯ জন গ্রেপ্তার

প্রবাসীদের ধরতে ওমানে সাঁড়াশি অভিযান, মাস্কাটে একদিনে ১৯ জন গ্রেপ্তার

ওমানে অবৈধ প্রবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে, মাস্কাটে একদিনে ১৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাস্কাটের সিব এলাকা থেকে নথিবিহীন অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একই অভিযানে, প্রবাসী নারীদের অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ এবং সিবের স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে, সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৫ই জানুয়ারি থেকে ইনস্পেকশন টিম এই নির্দেশনা মেনে কাজ করছে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা, সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ করা বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize