ওমানের সালালায় বসবাসরত প্রবাসীদের যাবতীয় কনস্যুলার সেবা দিতে অঞ্চলটিতে যাচ্ছে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম।
২৭ ফেব্রুয়ারী থেকে পহেলা মার্চ পর্যন্ত সালালাহ ইভেন্ট হলে ৩ দিন ব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হবে।
এ সময়ে আগের ট্যুরের পাসপোর্ট বিতরণ করার পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ, সত্যায়ন, আউটপাসের আবেদন গ্রহণ, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন, আইনি সহায়তাসহ অন্যান্য সকল কন্স্যুলার সেবা প্রদান করা হবে। ট্যুর সামনে রেখে দূতাবাস থেকে প্রবাসীদের কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।