ওমানে পবিত্র রমজান মাসের সূচনা হতে যাচ্ছে, এমনটাই জোরালোভাবে জানিয়েছেন দেশটির জৌতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী শনিবারে ওমানে রোজা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এই লক্ষ্যে, ওমান সরকার আগামী শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। জৌতির্বিদ আল বুসাইদি আরও জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে, আগামী ৩১ মার্চ ওমানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
ওমানের পাশাপাশি, সৌদি আরব এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোও রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি, এসব দেশ চাঁদ অনুসন্ধানের জন্য উদ্যোগ নেবে। যদি সেদিন চাঁদ দেখা যায়, তবে ১লা মার্চ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে।
এমন পরিস্থিতিতে, মুসলিম বিশ্ব এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে। চন্দ্র মাস ও সৌর মাসের শুরু একই সাথে হওয়ার এক বিরল ঘটনা ঘটবে, যা প্রায় প্রতি ৩৩ বছর পর একবার দেখা যায়।
আরও পড়ুন
আরব দেশসমূহের খ্যাতনামা জৌতির্বিদগণ মনে করছেন, আগামী ২৮শে ফেব্রুয়ারি রাতেই সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের আকাশে রমজান মাসের চাঁদ দৃশ্যমান হবে। এর ফলে, ঐ রাতেই দেশগুলোতে প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিকভাবে, সৌদি আরব এবং অধিকাংশ মুসলিম দেশ চাঁদ খালি চোখে দেখার উপর নির্ভর করে রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দিয়ে থাকে।
তবে, ব্যতিক্রম হিসেবে, কিরগিজস্তান ও কাজাখস্তানের মতো কিছু দেশ জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের মাধ্যমে পূর্বাহ্নেই রমজান শুরুর তারিখ নির্ধারণ করে। এই দেশগুলো ঘোষণা করেছে যে, তারা আগামী ১লা মার্চ প্রথম রোজা পালন করবে।