ওমানে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

2410260241

আগামী শনিবার ওমানে রোজা শুরুর জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির জৌতির্বিদ্যা সোসাইটির প্রধান পর্যবেক্ষক আব্দুল ওয়াহাব আল বুসাইদি। এ লক্ষ্যে আগামী শুক্রবার রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে ওমান।

আল বুসাইদি জানান, আগামী শনিবার হবে ওমানে রমজানের প্রথম দিন। সেইসাথে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওমানের মত সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও আগামী ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওইদিন চাঁদ দেখা গেলে পরেরদিন ১ মার্চ এসব দেশে পালিত হবে প্রথম রোজা। এমনটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ— চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার ‘বিরল’ দিন প্রত্যক্ষ করবেন। যা প্রতি ৩৩ বছর পর পর মাত্র একবার ঘটে।

ওমানসহ আরব দেশগুলোর জ্যোতির্বিদরা বলছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এবং ওইদিন রাতে দেশটিতে পড়া হবে প্রথম তারাবির নামাজ। সৌদিসহ বেশিরভাগ দেশ খালি চোখে চাঁদ দেখাকেই রমজান মাস শুরুর নির্ণায়ক হিসেবে ব্যবহার করে। তবে কিরগিজস্তান, কাজাখস্তানসহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ করে আগেই জানিয়ে দিয়েছে, আগামী ১ মার্চ তারা প্রথম রোজা পালন করবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize