আজীবনের জন্য ভারতীয়র ভিসা বাতিল করল ওমান

Oman visa on arrival

ওমানে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দায়ী সাব্যস্ত হওয়ায় এক প্রবাসী ভারতীয়কে ২ বছরের জেল এবং আজীবনের জন্য ভিসা বাতিল করা হয়েছে। হাজতবাসের সময়সীমা পূর্ণ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। গেলো বছরের মে মাসে সোহারের লিউয়া রোডের সেই দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানির পাশাপাশি ১৫ জন গুরুতর আহত হন।

ঘাতক ভারতীয় ড্রাইভার ট্রাকটি চালাচ্ছিলেন উল্টোপথে। এসময় তিনি অন্তত ১১ টি গাড়িকে সজোরে ধাক্কা মারেন। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ গ্রেপ্তার করার পর তিনি প্রাইমারি কোর্টে দোষী সাব্যস্ত হন।

জানা গেছে, নিয়ন্ত্রীনহীনভাবে উচ্চগতিতে গাড়ি চালানো এবং জীবন ও সম্পদের ক্ষতিসাধন করায় তাকে ২ বছরের সাজা দিয়েছে আদালত। আর ইচ্ছাকৃতভাবে উল্টোপথে গাড়ি চালানোয় অতিরিক্ত আরও ৩ মাসের সাজা দেওয়া হয়। সাজাভোগের পর তাকে স্থায়ীভাবে ওমান থেকে বিতাড়িত করা হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize