হাসিনাকে থামাতে ওমান যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা!

হাসিনাকে থামাতে ওমান যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা!

আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন। এই সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। সেখানেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত-বাংলাদেশ সম্পর্ক নানা কারণে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান এবং তার ‘উস্কানিমূলক বক্তব্য’ নিয়ে দিল্লির কিছু আপত্তির বিষয়ে আলোচনা হতে পারে।

ঢাকার পক্ষ থেকে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে, সম্পর্ক যেন আর কোনোভাবেই খারাপ না হয়। বাংলাদেশ মনে করে, ভারতের কিছু আচরণ সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। তাই এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি হতে যাচ্ছে তৌহিদ-জয়শঙ্করের দ্বিতীয় বৈঠক। এর আগে তারা ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে একবার বৈঠক করেছিলেন।

সেই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন। তবে এরপরও সম্পর্কের তেমন কোনো উন্নতি দেখা যায়নি।

এখন দেখার বিষয়, এই বৈঠকটি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে কতটা সহায়ক হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize