ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে ২৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সালালার স্পেশাল টাস্ক পুলিশ ইউনিট।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশিয়ান এবং আফ্রিকান দেশগুলোর নাগরিক। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়্যাল ওমান পুলিশ অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। প্রবাসীদের সন্দেহজনক কার্যক্রম বিশেষ করে অনুপ্রবেশ সম্পর্কিত যে কোনো তথ্য জানাতে বাসিন্দাদের অনুরোধ করেছে তারা।
ইব্রায় গ্রেপ্তার করা হয়েছে আরও এক প্রবাসীকে। নিয়োগকর্তার বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ-গয়না এবং ডলারসহ বিদেশি মুদ্রা চুরি করে পালিয়েছিলেন ওই প্রবাসী।
আরও পড়ুন
তার কাছ থেকে স্বর্ণের বার, নেকলেস এবং হাতের চুড়ি বালাসহ গহনার অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়। এ ছাড়া ডলারের কয়েক বান্ডেল নোটও উদ্ধার করে আল শারকিয়্যার পুলিশ কমান্ড।
এদিকে স্থানীয় এক ব্যক্তিকে খুনের ঘটনায় উত্তর আল বাতিনার খাবুরা এলাকা থেকে অভিযুক্ত ওমানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর লাশ গুম করতে মরদেহ পুঁতে ফেলার চেষ্টাও করেছিলেন তিনি।
শুক্রবার আল বাতিনার খাবুরা প্রদেশে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।