ব্যাংকিং জালিয়াতি: সতর্কবার্তা জারি করল ওমান পুলিশ ও সেন্ট্রাল ব্যাংক

সতর্কবার্তা জারি করল ওমান পুলিশ ও সেন্ট্রাল ব্যাংক

ওমান পুলিশ এবং সেন্ট্রাল ব্যাংক অব ওমান আবারও প্রবাসী ও নাগরিকদের ব্যাংকিং লেনদেন সংক্রান্ত প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে।

সম্প্রতি মোবাইল ফোনে ব্যাংকিং স্ক্যাম বা জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তিরা গ্রাহকদের ব্যাংক কার্ডের মেয়াদ বাড়ানোর কথা বলে প্রতারণার মাধ্যমে অনেকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ব্যাপক অনুসন্ধানের পর তাদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ব্যাংকিং জালিয়াতি: সতর্কবার্তা জারি করল ওমান পুলিশ ও সেন্ট্রাল ব্যাংক

পুলিশ তাদের বিবৃতিতে নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, “কোনো প্রকার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না এবং কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে তা যাচাই করুন।”

পুলিশ আরও জানিয়েছে, গোপনীয় তথ্য শেয়ার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ এসব তথ্য ব্যবহার করে প্রতারকরা সহজেই যে কারও ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই গ্রেফতারের ঘটনা আবারও প্রমাণ করে যে, ব্যাংকিং জালিয়াতি একটি গুরুতর সমস্যা। তাই নাগরিকদের নিজেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি সতর্ক থাকতে হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize