ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা গত এক বছরে প্রায় ১১ শতাংশ হ্রাস পেয়েছে। দেশটিতে বর্তমানে ৬ লাখ ৩৭ হাজার ১৫২ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন।
২০২৩ সালে ভিসা নীতি কঠোর করার পর দেশটিতে কেবল বাংলাদেশিই নয়, ভারত ও শ্রীলঙ্কার কর্মীদের সংখ্যাও কমেছে।
ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ (NCSI) জানিয়েছে, ২০২৩ সালের তুলনায় দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা দশমিক ১ শতাংশ কমেছে। তবে বাংলাদেশি ও ভারতীয় শ্রমিক কমলেও ওমানে এই দুই দেশের নাগরিকের মোট সংখ্যা এখনও ১১ লাখের বেশি।
অপরদিকে, পাকিস্তানি কর্মীদের সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি ওমান সরকার পাকিস্তানি শ্রমিকদের ক্ষেত্রেও ভিসা নীতি কঠোর করেছে। এ সুযোগে দেশটিতে দ্রুত বাড়ছে মায়ানমারের শ্রমিকদের সংখ্যা।
আরও পড়ুন
বর্তমানে, বাংলাদেশ ও ভারতের পর ওমানে তৃতীয় বৃহত্তম বিদেশি শ্রমিক গোষ্ঠী মায়ানমারের। ২০২৩ সালের তুলনায় মায়ানমারের শ্রমিক সংখ্যা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিশর, সুদান ও তানজানিয়া থেকেও কর্মী আসার হার বেড়েছে।
ওমানে বর্তমানে মোট ১৮ লাখ ৮ হাজার ৯৪০ জন প্রবাসী কর্মরত রয়েছেন। তবে তাদের সন্তান জন্মদানের হার স্থানীয় ওমানিদের তুলনায় অনেক বেশি। ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসী নিয়ন্ত্রণে আরও বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।