ওমানের সালালায় প্রবাসীদের জন্য সুখবর

ওমানের সালালায় প্রবাসীদের জন্য সুখবর

ওমানের সালালায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি সালালাহ ইভেন্ট হলে পূর্বের ট্যুরের পাসপোর্ট বিতরণ করা হবে। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপী অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে।

দূতাবাস সূত্রে জানানো হয়েছে, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শুধুমাত্র পূর্বের ট্যুরের পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম সালালাহ ইভেন্ট হলে উপস্থিত থাকবে।

এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত একই স্থানে পাসপোর্ট বিতরণের পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ, নথি সত্যায়ন, আউটপাস আবেদন, জন্ম নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন এবং আইনি সহায়তা সহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হবে।

সেবা কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ১ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।

প্রবাসীদের সুবিধার্থে দূতাবাসের এই উদ্যোগ সালালায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে সময়মতো উপস্থিত হয়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize