ওমান সরকার ২০২৬ সাল থেকে বিবাহপূর্ব মেডিকেল পরীক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বংশগত রক্তরোগ, যেমন সিকেল সেল অ্যানিমিয়া ও বেটা-থ্যালাসেমিয়ার ঝুঁকি হ্রাস করতে চায় সরকার।
ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাস থেকে শুরু করবে এক বছরের দীর্ঘ জনসচেতনতামূলক প্রচারণা। এর মূল লক্ষ্য হবে বিবাহপূর্ব স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবগত করা। যদিও ১৯৯৯ সাল থেকে এই পরীক্ষা স্বাস্থ্য পরিকল্পনার অংশ হিসেবে চালু ছিল, তবে মানুষের অংশগ্রহণের হার ছিল খুবই কম।
একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, “বিশ্বের তুলনায় ওমানে বংশগত রক্তরোগের হার বেশি, যেখানে গড়ে ৯-১০ শতাংশ শিশু এসব রোগ নিয়ে জন্মগ্রহণ করে। রক্তসম্পর্কিত বিবাহ এর অন্যতম কারণ।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রচারণা ভবিষ্যৎ প্রজন্মকে বংশগত রোগ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
এছাড়াও, স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মেনিনগোকোকাল ভ্যাকসিনসহ বিভিন্ন প্রয়োজনীয় টিকা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে ওমরাহ যাত্রীদের জন্য ৫টি টিকা বাধ্যতামূলক হওয়ায় ওমানের টিকাদান কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়েছে।
ওমান সরকার এই কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে।