ওমানে বৈধতার সুযোগ: বিস্তারিত তথ্যের অভাবে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের

ওমানে বৈধতার সুযোগ: বিস্তারিত তথ্যের অভাবে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের

জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। এজন্য পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়েছে।

এসময় নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা। তবে কারা কারা এই ঘোষণার আওতায় পড়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্রবাসী কর্মীদের মধ্যে।

এ বিষয়ে জানতে চাইলে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম জানান, সার্কুলারের একাধিক বিষয়ে অস্পষ্টতার কথা তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। সরকার অতি দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে মর্মে দূতাবাসকে জানানো হয়েছে।

সম্প্রতি অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফসহ এ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অব মিনিস্টারস। যার আর্থিক মূল্য ৬০ মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি।

এর আওতায় সাত ক্যালেন্ডার বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি ২০১৭ সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা।

নতুন এই সিদ্ধান্তে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে।

এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য কার্ড নবায়নের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize