টিকা সনদ বাধ্যতামূলক করে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

টিকা সনদ বাধ্যতামূলক করে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা

ওমান থেকে সৌদি আরবে ওমরাহ পালনে যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ম অনুযায়ী, সৌদি আরবে যাত্রার অন্তত ১০ দিন আগে মেনিনগোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ এবং টিকা সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক।

ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মেনিনগোকোকাল ভ্যাকসিন দেশটির সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রবাসীদের জন্য নির্ধারিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে সহজেই পাওয়া যাবে। টিকার সনদ টারাসসুদ সিস্টেমের মাধ্যমে গ্রহণ করা যাবে।

সম্প্রতি দেশভেদে ওমরাহ যাত্রীদের এ বছর ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি আরব সরকার। এ রোগগুলো হলো- মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।

সৌদি আরব সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত টিকা গ্রহণ করেই যাত্রীদের সৌদি আরবে প্রবেশ করতে হবে। বিশেষ কিছু দেশের জন্য অতিরিক্ত টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবে প্রবেশ করতে ইচ্ছুক হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। তাই যাত্রার আগে সঠিকভাবে টিকা গ্রহণ ও প্রয়োজনীয় সনদ সংগ্রহের বিষয়টি গুরুত্ব সহকারে পালন করার আহ্বান জানানো হয়েছে।

এ নির্দেশনা অনুসরণ করে যাত্রীরা নিরাপদে এবং স্বাস্থ্যসম্মতভাবে তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post