ওমানে টানা ৩ দিনের ছুটি ঘোষণা করল সরকার

ভিসা নীতি শিথিল করলো ওমান

শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ওমানের সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে। পরবর্তী ২ দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা ৩ দিনের বন্ধ পাচ্ছেন কর্মীরা।

তবে প্রয়োজনের তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে।

ছুটি ঘোষণা করেছে উপসাগরীয় আরেক দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে শবে মেরাজ আগামী ২৭ জানুয়ারি। তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রিসভা আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত শবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন।

আরবি রজব মাসের ২৬ তারিখ পালিত হয় শবে মেরাজ। যা একটি কোরআনিক মহাসত্য। ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা এবং নবী (সা.) এর জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব। যদিও বিশুদ্ধ আলেমদের মতে, এই দিনের বিশেষ কোনো আমল, রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই। মুমিনগণ অন্যান্য দিনের মতই নিজ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেক আমল করতে পারেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize