ওমানের সিব এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলেও তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের তরফ থেকে জানানো হয়েছে, যে ঘরে আগুন লেগেছে সেটি প্রবাসী কর্মীদের আবাসস্থল। বাড়িটি অনুপযোগী নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা ছিলো এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলোনা। আগুনের খবর পেয়েই ফায়ারকর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে আহত অবস্থায় ঘর থেকে ৪ প্রবাসীকে উদ্ধার করার তথ্য জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার পর ওমানে অগ্নিকান্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানী মাস্কাট তালিকায় সবার উপরে। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগের মতে, মাস্কাটেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশের ৩৫ শতাংশ।
আরও পড়ুন
সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি বলছে, ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা উচিত এবং ঝুঁকি এড়াতে ব্যবহারের পরপরেই বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেওয়া উচিত। এক কথায় সচেতন না হলে এমন দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করে সাহায্য চাইতে বলা হয়েছে।