ভূমিকম্পে কাঁপল ওমান। কম্পন অনুভূত হওয়ার পর রুই এবং ওয়াদি কবিরের অনেক বাসিন্দা ঘর থেকে বের হয়ে এসেছিলেন ভয়ে। মাস্কাট সময় দুপুর ২.৪৩ মিনিট নাগাদ ২.৫ মাত্রার এই ভূমিকম্প হয়েছে বলে নিশ্চিত করেছে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
এটি নিয়ে নতুন বছরে ওমানে ৩ টি ভূমিকম্প রেকর্ড করা হলো। এর আগে বছরের প্রথম দিনে অল্প সময়ের ব্যবধানে দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দেয় সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র -ইএমসি। যার একটির উৎপত্তিস্থল মাস্কাটের আল আমরাত এবং অপরটির উৎপত্তি ধোফারের শালিম প্রদেশে।
২০২৪ সালেও ওমানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি। এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। তবুও ভূমিকম্প নিয়ে বেশ প্রস্তুতি রয়েছে দেশটির।