কর্মীদের সুখবর দিল ওমান সুলতান

ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা

আগামী ১০ জানুয়ারী থেকে ৩ দিনের বড় ছুটি পেতে যাচ্ছেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন অর্থাৎ ১১ জানুয়ারি সুলতানের শাসন ক্ষমতার ৫ বছর পূর্ণ হবে।

এবার দিবসটি উপলক্ষ্যে ১২ জানুয়ারি অর্থ্যাৎ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওমানে শুক্র এবং শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় কর্মীরা টানা ৩ দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

শ্রম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ছুটির দিনে নিয়োগকর্তারা চাইলে কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে এর বিনিময়ে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।

কয়েক বছর আগে শাসন ক্ষমতা গ্রহণের দিবসকে সরকারী ছুটি ঘোষণা করে একটি রাজকীয় ডিক্রি জারি করেন ওমান সুলতান। এরপর থেকে দিবসটি উপলক্ষ্যে কারাবন্দীদের মুক্তি দেওয়াসহ বিভিন্ন মানবিক পদক্ষেপ এবং রীতিনীতি পালনের চর্চা হয়ে আসছে।

২০২০ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রাচ্যের এই দেশের নতুন সুলতান হিসেবে শপথ নেন সেসময়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল-সাঈদ। তিনি ছিলেন প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই।

ক্যানসার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার যোগ্য উত্তরসূরী হিসেবে হাইথাম বিন তারিক স্থলাভিষিক্ত হন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post