ওমানে একইদিনে দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর দিয়েছে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র -ইএমসি।
যার একটির উৎপত্তিস্থল মাস্কাটের আল আমরাত এবং অপরটির উৎপত্তি ধোফারের শালিম প্রদেশে। বুধবার বছরের প্রথম দিন এই ভূমিকম্প হয়েছিলো উল্লেখ করে পরবর্তীতে বিস্তারিত তথ্য দিয়েছে ইএমসি।
সংস্থাটি মাস্কাটের ভূমিকম্পকে ‘মাইনর’ ক্যাটাগরিতে বিবেচনা করেছে। রিখটার স্কেলে ০ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে। যার কেন্দ্রস্থল মাস্কাট থেকে মাত্র ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে।
আরও পড়ুন
আর শালিমের ভূমিকম্পটি রিখটার স্কেলে ৩ মাত্রার ছিলো। উৎপন্ন হয়েছে ভূমি হতে ৬ কিলোমিটার গভীরে। যার কেন্দ্রস্থল সালালাহ থেকে ১৯০ কিলোমিটার উত্তর-পূর্ব অঞ্চলে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২০২৪ সালে ওমানে একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সবশেষ গত ৩০ নভেম্বর আল আমরাত অঞ্চলেই একটি ভূমিকম্প আঘাত হানে।
রিখটার স্কেলে যা ছিলো ২.৩ মাত্রার। যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি।
এছাড়া আগামী ৫০ বছরের মধ্যে ওমানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। তবুও ভূমিকম্প নিয়ে বেশ প্রস্তুতি রয়েছে দেশটির।