ওমানে নতুন বছরের শুরুতে কার্যকর হচ্ছে নতুন ২ সিদ্ধান্ত

ওমানে শ্রম মন্ত্রণালয়ের নতুন ২ আইন, হয়রানি কমবে প্রবাসীদের

ওমানে নতুন হারে ট্যারিফ বা বৈদ্যুতিক শুল্ক নির্ধারণ করা হয়েছে যা জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হতে যাচ্ছে।

গত ২৩ ডিসেম্বর দেশটির অথরিটি ফর পাবলিক সার্ভিসেস রেগুলেশন -এপিএসআর বিদ্যুৎ বিলের নতুন আপডেট তালিকা প্রকাশ করে। রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল এবং মৎস ও কৃষি- এই তিন ক্যাটাগরিতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে গ্রাহকদের।

মৎস ও কৃষি খাতে বিশেষ সুবিধা রাখার পাশাপাশি আবাসিক খাতের বেসিক ক্যাটাগরিতেও গ্রাহকদের জন্য সুবিধা রাখা হয়েছে। এর ফলে একজন প্রবাসী ৪ হাজার কিলোওয়াট পর্যন্ত ১৪ পয়সা হারে বিল পরিশোধ করতে পারবেন।

এদিকে ৩১ ডিসেম্বরের পর ওমানে প্রচলিত কয়েকটি ব্যাংকনোট বাতিল বা অচল হিসেবে গণ্য হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জানুয়ারি থেকে আর চলবেনা।

ফলে ২০২০ সালের ষষ্ঠ অনুমোদনের নোটগুলোর আগের ব্যাংকনোট অর্থ্যাৎ ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেডেড ইস্যু, ২০০৫ সালের ১ রিয়ালের স্মারক নোট, ২০১০ সালের ২০ রিয়ালের স্মারক নোট, ২০১১ ও ১২ সালের আপগ্রেডেড ইস্যু এবং ২০১৯ সালের ১ রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনার আওতায় পড়বে।

জানুয়ারি থেকে এসব নোটের বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক। চলতি বছরের জানুয়ারিতে ৩৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দিয়ে নোটগুলো বদলে নিতে বলা হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize