ওমানে নতুন আইন কার্যকর, অচল হবে কয়েকটি ব্যাংকনোট

ওমানে নতুন আইন কার্যকর, অচল হবে কয়েকটি ব্যাংকনোট

আর মাত্র ৮ দিন। এরপরই চলতি বছরের জানুয়ারিতে নেওয়া ওমানের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর ফলে প্রচলিত কয়েকটি ব্যাংকনোট বাতিল বা অচল হিসেবে গণ্য হবে এবং এর বিনিময়ে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে পারবেন না বাহক। বাতিল হওয়া ব্যাংক নোটগুলো জমা দিতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। এর পর এগুলো আর জমা নেওয়া হবেনা।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ষষ্ঠ অনুমোদনের আগে বাজারে ছাড়া ব্যাংক নোট জমা বা অন্য নোটের সঙ্গে বিনিময় করে নিতে হবে। এজন্য চলতি বছরের জানুয়ারিতে পরবর্তী ৩৬০ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়।

ওমানে ২০২০ সাল থেকে ষষ্ঠ অনুমোদনের নোটগুলোই মুদ্রার সর্বশেষ সংস্করণ। এর আগের নোট অর্থ্যাৎ ১৯৯৫ সালের পঞ্চম ইস্যু, ২০০০ সালের আপগ্রেডেড ইস্যু, ২০০৫ সালের ১ রিয়ালের স্মারক নোট, ২০১০ সালের ২০ রিয়ালের স্মারক নোট, ২০১১ ও ১২ সালের আপগ্রেডেড ইস্যু এবং ২০১৯ সালের ১ রিয়ালের স্মারক নোট ও ৫০ রিয়ালের আপগ্রেডেড ইস্যুর নোট এই নির্দেশনার আওতায় পড়বে।

ওমানের সবগুলো ব্যাংককে এই নোটগুলো জমা নেওয়ার আদেশ দেওয়া আছে। ফলে ব্যাংকের যে কোনো শাখায় অথবা ওমানের কেন্দ্রীয় ব্যাংকের রুই, সোহার এবং সালালার শাখাতে ব্যাংকনোটগুলো জমা দেওয়া যাবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize