বর্ণিল আয়োজনে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে প্রবাসীদের নিয়ে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচী গ্রহণ করা হয়। লাল-সবুজের পতাকা উড়িয়ে উৎসব করেছেন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে কর্মরত প্রবাসীরাও।
বিজয়ের আনন্দঘন এই দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা। আলাদা করে নিজেদের বাণীতে প্রবাসীদের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি এবং পররাষ্ট্র উপদেষ্টা।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। জাতি তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
আরও পড়ুন
সোমবার ছিলো ৫৪তম মহান বিজয় দিবস। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে ওড়ার দিন। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন এটি।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর ছোবল থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। সমাপ্তি ঘটেছিল বাঙালির ওপর চালানো পাকিস্তানি হানাদারদের নৃশংস নিধনযজ্ঞ। ফলে এই দিনটি বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন।