ওমান দূতাবাসের নতুন উদ্যোগ, সুফল পাবেন প্রবাসীরা

ওমান দূতাবাস

ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মাস্কাট দূতাবাস। প্রবাসীদের আইনি সহায়তা এবং ক্ষতিরপূরণের জন্য একটি নতুন ও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে, প্রবাসীরা এখন সহজেই আইনি সহায়তা পাবেন এবং ক্ষতিরপূরণের অর্থ দ্রুত উদ্ধারের জন্য দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ আইনজীবীদের সহায়তা নিতে পারবেন।

দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ আইনি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে:

১. Dr. Salim Al-Jahafi Advocate And Legal Consultants
২. Al Rashdi and Al Barwani Advocates and Legal Consultants
৩. Ahmed Shaikhan Salim Al-Azri Advocates and Legal Consultants
৪. Adnan Al Jahwari Law Firm

এখন থেকে, ক্ষতিরপূরণের সম্পর্কিত সব মামলা এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত ও কার্যকরীভাবে পরিচালিত হবে।

প্রবাসীদেরকে দূতাবাসের মাধ্যমে এই মামলা পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা দ্রুত সহায়তা ও ক্ষতিরপূরণ পেতে পারেন।

এই উদ্যোগটি প্রবাসী কর্মীদের জন্য একটি নতুন আশার প্রতীক হিসেবে দাঁড়াবে, যা তাদের আইনি বিষয়গুলো সমাধানে দ্রুত সমর্থন প্রদান করবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize