রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার দিক থেকে দেশের ৯ বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম আর তৃতীয় সিলেট বিভাগ। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে। জেলাওয়ারী হিসাবেও প্রবাসী আয়ে শীর্ষে রয়েছে ঢাকা এবং সবচেয়ে কম আসার অবস্থানে আছে লালমনিরহাট জেলা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি বছরের অক্টোবর শেষে ঢাকা বিভাগে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ৩৯ লাখ ডলার। অক্টোবরে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায় ৭৫ কোটি ডলার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
চলতি বছরের অক্টোবর শেষে চট্টগ্রাম বিভাগে প্রবাসী আয় এসেছে ৬৯ কোটি ডলার। এ সময়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলায়। ২০ কোটি ৭৪ লাখ ডলার। আর সবচেয়ে কম এসেছে বান্দরবান জেলায় ১৬ লাখ ডলার।
আরও পড়ুন
প্রবাসী আয় আসার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ, চতুর্থ অবস্থানে খুলনা এবং পঞ্চম রাজশাহী বিভাগ। অক্টোবরে বরিশাল বিভাগে প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৮৩ লাখ ডলার। আর ময়মনসিংহ বিভাগে এসেছে ৪ কোটি ৭৭ লাখ ডলার। প্রবাসী আয়ে সবচেয়ে পেছনে রয়েছে রংপুর বিভাগ। চলতি বছরের অক্টোবর শেষে রংপুর বিভাগে প্রবাসী আয় এসেছিলো ৩ কোটি ৮৬ লাখ ডলার।