গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে লঞ্চঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, মিছিল-মিটিং এবং কোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে বলা হয়, গোপালগঞ্জে জুলাই আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন
স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে। সংগঠনটি হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এনসিপির পক্ষ থেকে হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। দলটি দাবি করেছে, সরকার পতনের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করায় এ হামলা চালানো হয়েছে। ঘটনাটি ঘিরে জেলার পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনা সদস্যরা টহলে রয়েছে।