প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর দাবি জানিয়ে বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। রোববার (১৩ জুলাই) এ বিষয়ে আইনজীবী মো. আশরাফুজ্জামান নোটিশটি পাঠান।
এ প্রসঙ্গে ডা. জাকির নায়েক তার ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জানান, পিস টিভি বাংলা ছাড়াও ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় টিভি চ্যানেলগুলো এখনও স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। তবে বাংলাদেশ ও ভারতে ডাউনলিংকের অনুমতি বাতিল হওয়ায় স্থানীয় ক্যাবল অপারেটররা সম্প্রচার বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে পুনরায় সম্প্রচারের লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সরকারের অনুমতি মিললে অল্প সময়ের মধ্যেই পুনরায় সম্প্রচার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর, হামলাকারীদের একজনের পিস টিভি দেখে উদ্বুদ্ধ হওয়ার অভিযোগ ওঠে। এর পরপরই বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে ভারতেও এই চ্যানেল নিষিদ্ধ করা হয়।
বর্তমানে বিতর্কিত ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে তিনি স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন।