বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক ডাক্তার টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই সায়মা ওয়াজেদের নিয়োগকে ঘিরে বিতর্ক ছিল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগের সময় তিনি ভুয়া শিক্ষাগত যোগ্যতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার মিথ্যা দাবি করেন।
এছাড়া অভিযোগ রয়েছে, নিজের সূচনা ফাউন্ডেশনের নামে ২.৮ মিলিয়ন মার্কিন ডলার অনিয়মের মাধ্যমে উত্তোলন করেন তিনি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরে তার কার্যক্রম সীমিত হয়ে পড়ে।
আরও পড়ুন
তার ছুটিকালীন সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডা. ক্যাথরিনা বোহমি। আগামী ১৫ জুলাই তিনি নয়াদিল্লি অফিসে দায়িত্ব গ্রহণ করবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির শীর্ষ নেতৃত্বে রাজনৈতিক প্রভাব ও স্বচ্ছতার প্রশ্নও উঠে আসছে।