রাতের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বাতিল

Emergency meeting of the night advisory council canceled

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শনিবার (২৪ মে) নির্ধারিত জরুরি বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বিকেলে সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে দেশজুড়ে সৃষ্টি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা ও উদ্বেগ। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় দুটি প্রধান রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়, যেখানে বিএনপির একটি প্রতিনিধিদল অংশ নেবে। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

এর এক ঘণ্টা পর, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময় নির্ধারিত আছে। দলটির আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের সম্ভাবনা এবং রাজনৈতিক দলের সঙ্গে তার এই বৈঠকগুলিকে ঘিরে বিভিন্ন মহলে চলছে নানান জল্পনা। এরই মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হলেও, সেটি হঠাৎ করেই বাতিল হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি আরও ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize