জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ

Bangladesh to send 15 percent women to un police unit

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ বেশ কয়েকটি বিশেষায়িত সামরিক ও পুলিশ ইউনিট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।

বার্লিনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই ঘোষণা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের প্রতিশ্রুতির মধ্যে রয়েছে পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী শান্তিরক্ষী নিয়োগ, এআই-ভিত্তিক ক্যাম্প সার্ভিল্যান্স অ্যান্ড রেসপন্স সিস্টেম স্থাপন এবং শান্তিরক্ষা মিশনে ১ দশমিক ৮ মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের উপ-নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর জোর দেন।

সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা লাইবেরিয়া, পানামা, এসওয়াতিনি, গিনি, চেক প্রজাতন্ত্র ও কঙ্গোর মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post