ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Chittagong university awards d lit degree to dr. yunus

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বুধবার (১৪ মে) তাদের পঞ্চম সমাবর্তনে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে। দুপুর ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত এই সমাবর্তনে সভাপতির আসন থেকে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার জানান, বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছে। ড. ইউনূস একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

চবির এই সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও, অনুষ্ঠানে ৪২ জন পিএইচডি ও ৩৩ জন এমফিল ডিগ্রিধারীও অংশগ্রহণ করেন। প্রায় ১৪ কোটি টাকা বাজেটের এই সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তন অনুষ্ঠিত হলো, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ড. ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্মানিত হয়েছে এবং শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post