আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি

Notification issued banning all awami league activities

সরকার আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত।

এর আগে, গত শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে, বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো রাজনৈতিক দল, তার সহযোগী সংগঠন অথবা সমর্থক গোষ্ঠীকে শাস্তি প্রদানের ক্ষমতা রাখবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও উল্লেখ করেন যে, উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষা প্রদানের জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post