‘ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার’

'speaking in favor of awami league on facebook and youtube will result in arrest'

আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন।

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, দেশবিরোধী ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের পক্ষে কথা বললেও গ্রেপ্তার করা হবে।

আসিফ মাহমুদ জানান, নেতাকর্মীদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে পোস্ট করা বা কমেন্ট করাও মামলাযোগ্য হবে।

Screenshot 23

উল্লেখ্য, ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুযায়ী কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তি দেওয়া যাবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post