সৌদি ক্রাউন প্রিন্সের কাছে প্রধান উপদেষ্টার বার্তা

Message from the chief advisor to the saudi crown prince

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠি রাজকীয় সৌদি সরকারের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন রাজধানী রিয়াদে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজির সঙ্গে দেখা করে এই চিঠি হস্তান্তর করেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই পত্র হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আরও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়াও, ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize