সংযুক্ত আরব আমিরাত বাণিজ্যিক বিনিয়োগ ও ভিসা সহজীকরণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।
সহাবস্থান ও সনহশীল বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।
নাহায়ান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বন্ধুত্বকে আরও জোরদার করার কথা জানান। তিনি দুই সরকারের সংলাপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিনিয়োগ ও ভিসাসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন। ড. ইউনূস এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তারা সম্পৃক্ততা এবং সমর্থনকে স্বাগত জানান। একইসঙ্গে বিভিন্ন শিল্পে বিনিয়োগকেও স্বাগত জানান।
আরও পড়ুন
ভিসা ব্যবস্থা শিথিল করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এ বিষয়ে আরও কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে, যা দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের একটি উচ্চ প্রতিনিধি দল ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের স্বাগত জানান।