ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত

Decision on 10 day holiday for eid ul azha

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে, এই দীর্ঘ ছুটি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একইসঙ্গে, ঈদের আগে সরকারি কাজকর্মের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী ১৭ ও ২৪ মে (দুই শনিবার) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। একই স্ট্যাটাসে তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদ সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়াও অনুমোদন করেছে। তবে ছুটির সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

এদিকে, সভা সূত্রে একটি সম্ভাব্য ছুটির তালিকা জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত চলতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত নয় এবং আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই সময় সরকার ঈদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল, যার সাথে তিন দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি যুক্ত হয়েছিল।

ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং ঈদের আগে দুই শনিবার অফিস খোলা রাখার এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদ উদযাপন এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখবে বলে আশা করা যাচ্ছে। এখন সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে সরকারের আনুষ্ঠানিক ছুটির ঘোষণার দিকে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post