দেশে ফিরলেন খালেদা জিয়া, অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল

Khaleda zia returns home, leaders and activists flock to welcome her

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন। তার সাথে দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ নয়জন সফরসঙ্গী ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান।

খালেদা জিয়ার প্রত্যাবর্তনে বিমানবন্দর এলাকায় সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা তাদের নেত্রীর সুস্থ হয়ে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেন এবং দেশে ফিরে তিনি দলের নেতৃত্ব দেবেন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

এর আগে, সোমবার লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন। ১৭ বছর ধরে দেশের বাইরে থাকা ছেলের জন্য মা এবং স্ত্রীর বিদায় ছিল আবেগঘন মুহূর্ত।

বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে হাজার হাজার প্রবাসী নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন এবং স্লোগান ও শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় বেগম জিয়া হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং তারেক রহমানের প্রতি খেয়াল রাখতে বলেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize