অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যুদ্ধাবস্থায় পৌঁছেছে এবং এমন পরিস্থিতিতে বাংলাদেশকেও প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ আমাদের চারপাশে ঘিরে রাখে। তাই আত্মরক্ষার প্রস্তুতি ছাড়া উপায় নেই।”
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, “এই মুহূর্তে ভারত ও পাকিস্তানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এমন অস্থিতিশীল প্রেক্ষাপটে আমাদেরও সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। অর্ধেক প্রস্তুতি আত্মঘাতী হতে পারে।”
আরও পড়ুন
তিনি আরও বলেন, “দেশের অর্থনীতি বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে, যা আগের সরকারের লুটপাটের ফল। এই অবস্থায় আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং জাতিকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে।” তিনি শিশু-কিশোরদের মনোবল গড়ে তুলতেও প্রস্তুতির গুরুত্বের কথা তুলে ধরেন।
বিমান বাহিনীর অগ্রগতির প্রশংসা করে প্রধান উপদেষ্টা জানান, বাহিনীটি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের পক্ষ থেকেও বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। পেশাগত দক্ষতা বজায় রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা তৎপর থাকার আহ্বান জানান তিনি।