১৫ বছর পর আজ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

১৫ বছর পর আজ বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

দীর্ঘ এক দশকের বেশি সময় পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ইতোমধ্যে বুধবার ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমদানি-রপ্তানি সুবিধা, এবং একাত্তরের অমীমাংসিত ইস্যুসমূহ উঠে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. শাহাব এনাম এই বৈঠককে বাংলাদেশের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, “অর্থনীতিকে শক্তিশালী করতে এমন আলোচনা প্রয়োজন। একই সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পর্কিত ঐতিহাসিক বিষয়ের মীমাংসাও জরুরি।”

বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই বৈঠকে কোনো তৃতীয় দেশের প্রভাব মাথায় না রেখে কেবলমাত্র দুই দেশের স্বার্থে আলোচনা হওয়া উচিত। তিনি বলেন, “তৃতীয় পক্ষের কথা বিবেচনায় এনে আলোচনা হলে তা কাঙ্ক্ষিত সুফল বয়ে আনবে না।”

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে, যা ২০১২ সালের পর প্রথমবার কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post