দূতাবাসে অনিয়মের অভিযোগ, ডেপুটি হাইকমিশনারকে প্রত্যাহারের নোটিশ

দূতাবাসে অনিয়মের অভিযোগ, ডেপুটি হাইকমিশনারকে প্রত্যাহারের নোটিশ

অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) শাহ আসিফ রহমান স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

দূতাবাসে অনিয়মের অভিযোগ, ডেপুটি হাইকমিশনারকে প্রত্যাহারের নোটিশ

দীর্ঘদিন ধরে দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠে আসছিল, যা গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়।অভিযোগগুলোর মধ্যে অনিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থতা উল্লেখযোগ্য। অবশেষে বিষয়টি আমলে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের স্বার্থরক্ষায় দূতাবাসের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post