প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট ভোগান্তি নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন। আর পাসপোর্ট সংগ্রহের জন্য দূতাবাসে ভিড় করার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, “প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমিয়ে আনবে।”

তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। গত তিন সপ্তাহে এর মধ্যে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে পাঠানো হবে। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রবাসীদের সুবিধার্থে সরকার ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে পাসপোর্ট সেবা আরও সহজ ও কার্যকর হবে।

সরকারের এই উদ্যোগকে প্রবাসীরা স্বাগত জানিয়েছেন এবং এটি তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post