প্রবাসীদের সুখবর দিলো কুয়েত

কুয়েতে ফ্যামিলি ভিসা পেতে লাগবে না ডিগ্রি সনদ

ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে অতিরিক্ত ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এই সিদ্ধান্তের আগ পর্যন্ত কুয়েতে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাটোর্ধ্ব বয়সি প্রবাসীদের রেসিডেন্সি নবায়নে কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার।

২০২১ সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বছরের বেশি বয়স্ক নন ডিগ্রীধারী অনেক প্রবাসী স্বাস্থ্যবীমা এবং সরকারি ফিসহ প্রতি বছরে প্রায় আটশো দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন। বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে।

দীর্ঘদিন পর ষাটোর্ধ্ব প্রবাসীদের জন্য এই সুখবরের ব্যবস্থা করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। তিনি বলেন, এমন অভিবাসী আছেন, যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন।

দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে কুয়েতের সেবা করেছেন। তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

বাংলাদেশি প্রবাসীরা বলছেন, চাকরি করে এত দিনার যোগাড় করতে মানুষের অনেক কষ্ট হতো। যারা অনেক দিন ধরে এখানে ব্যবসা বা চাকরি করছেন যাদের বয়স ৬০ পার হয়ে গেছে, এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর তথ্য মতে, কুয়েতে বর্তমানে বিভিন্ন দেশের ষাটোর্ধ্ব অভিবাসীদের সংখ্যা এক লাখ ২৩ হাজার। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশিও আছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post