৫ দিনে ৫৬০ জনের বেশি প্রবাসীর ভিসা বাতিল

4449f00d d488 4d28 bc21 186c815d8685

৫ দিনে ৫৬০ জনের বেশি প্রবাসীর ভিসা বাতিল।

প্রচলিত আবাসন এবং শ্রম আইনভঙ্গের অভিযোগে গত ৫ দিনে ৫৬৮ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়, নিজ নিজ দেশে ফেরত পাঠানো এই ৫৬৮ জন অভিবাসীদের মধ্যে ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে।

অবৈধ অভিবাসন ঠেকাতে চলতি নভেম্বরের শুরু থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে কুয়েতের সরকারি সংস্থা। সেই অভিযানের অংশ হিসেবেই এই প্রবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে সোমবারের বিবৃতিতে।

যাদের ফেরত পাঠানো হচ্ছে, তারা কোন দেশের নাগরিক— তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন্স। সংক্ষিপ্ত সেই বিবৃতিতে শুধু বলা হয়েছে, “আইনের শাসন সমুন্নত রাখা ও জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখাই এ অভিযানের একমাত্র উদ্দেশ্যে।

বিশ্বের যেসব দেশে জ্বালানি তেলের বড় মজুত রয়েছে, কুয়েত সেসবের মধ্যে অন্যতম। মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে হাজার হাজার অভিবাসী বসবাস করেন। এই অভিবাসীদের বড় অংশই বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post